হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ৮:৫১ অপরাহ্ণ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. শাহাদাত হোসেন(২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তাছাড়া দুর্ঘটনায় মো. শাকিল (১৫) নামে আরো এক মোটরসাইকেল আরোহী আহত হন।

আজ শুক্রবার(২৯ এপ্রিল) হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের সৈয়দ কোম্পানির রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সরদারপাড়ার মো. শাহাজাহানের পুত্র ও আহত শাকিল একই এলাকার মোহাম্মদ করিমের পুত্র। তারা উভয়ে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার মো. শাহাদাত হোসেন আগামীকাল দুবাই যাওয়ার জন্য চট্টগ্রামে করোনা পরীক্ষা দিতে যান। করোনা পরীক্ষা দিয়ে ফিরে আসার পথে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের সৈয়দ কোম্পানির রাস্তার মাথা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে(চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শাহাদাত হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো. করিম মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “নিহত শাহাদাত হোসেন প্রবাসী। শনিবার তার দুবাই যাওয়ার কথা ছিল।”

পূর্ববর্তী নিবন্ধপ্রাইভেটকারে ইয়াবা পাচার করছিল তারা
পরবর্তী নিবন্ধটেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার