চট্টগ্রাম মা ও শিশু ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের স্বপ্নদ্রষ্টা ও নামকরণকারী মেরিনার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক শিল্পপতি সৈয়দ মোহাম্মদ নূর উদ্দিনের (৬৫) নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার বাদে জোহর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরীর গরিব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, এম.এ লতিফ এম.পি, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, ক্যান্সার হাসপাতাল বাস্তাবায়ন কমিটির কো–চেয়ারম্যান এস.এম আবু তৈয়্যব, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম. এ. তাহের খান, ভাইস প্রেসিডেন্ট এস.এম মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, মাওলানা ছালামত উল্লাহ, লায়ন দিদারুল আলম, মেরিনার্স গ্রুপের পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিম উদ্দীন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।











