জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরাদের ঈদ উপহার প্রদান

র‌্যাবের উদ্যোগ

আজাদী প্রতিবেদন  | শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ১১:২৬ পূর্বাহ্ণ

 

 

গত ২০১৮ এবং ২০২০ সালে বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া এবং পেকুয়া উপকূলীয় এলাকার জলদস্যুদের মধ্যে ৭৭ জন র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তাদের আলোর পথের অভিযাত্রী আখ্যা দেওয়া হয়। পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ এবং তাদের যাপিত জীবনের উপর একটি মতবিনিময় সভা করেছে র‌্যাব, চট্টগ্রাম।

গতকাল বৃহস্পতিবার সকালে পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তন হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাব৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ, কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পেকুয়া র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার, সহকারী পুলিশ সুপার মো. রায়হান উদ্দিন মুরাদ, পেকুয়া থানার অফিসার ইনচার্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বুয়েট ক্লাবের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় নিখোঁজের পরদিন শিশুর ভাসমান মরদেহ উদ্ধার