চট্টগ্রাম বুয়েট ক্লাবের উদ্যোগে গত ১৩ এপ্রিল ‘বুয়েটিয়ান ইফতার মাহফিল ২০২২’ শিরোনামে নগরীর হল টুয়েন্টি ফোরে অনুষ্ঠিত হয়। আয়োজিত ইফতার মাহফিলে প্রায় ৩০০ বুয়েটিয়ান একত্রিত হন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোভিড মহামারীতে ক্লাবের উদ্যোগে ত্রাণ ও অক্সিজেন নিয়ে রোগী সেবা দেয়া থেকে শুরু করে নানাবিধ গঠনমূলক সামাজিক কার্যক্রমের মাধ্যমে বুয়েট ক্লাব চট্টগ্রাম ইতিবাচক ভূমিকা পালন করছে। সংঘটিত হয়ে প্রচেষ্টা চালালে আরও বৃহৎ পরিসরে অবদান রাখা সম্ভব। বক্তারা বলেন, যদিও ক্লাবটির এখনো কোন স্থায়ী ঠিকানা তৈরি হয়নি। ফলে সকলেই জরুরি ভিত্তিতে এ ব্যাপারে জোর প্রচেষ্টা চালাবেন বলে অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে সিনিয়রদের মধ্যে বুয়েট ৬৩, ৮২, ৮৪ ব্যাচ, রোটারির বর্তমান গভর্নর রোটারিয়ান মতিউর, পিডিবির সাবেক সদস্য আজহার উপস্থিত ছিলেন। এছাড়াও পিডিবি, লিভার, বন্দর, পুলিশ, নেভী, কাস্টমস, আয়কর, প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি ভারী শিল্প থেকে আসা প্রকৌশলীদের পরিবারসহ স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে বাড়তি আকর্ষণ এনে দেয়। প্রেস বিজ্ঞপ্তি।