চট্টগ্রাম ক্লাব লিমিটেডের ব্যাংকুয়েট হলে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী ক্লাবের ইফতার মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ সাগর। প্রধান অতিথি বলেন, রমজান ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয়। বিশেষ অতিথি ছিলেন নির্বাচিত জেলা গভর্নর লায়ন এস কে শামসুদ্দিন আহমদ সিদ্দিকী। তিনি বলেন, রোজার মাসে আমাদের মধ্যে পারস্পারিক সৌহার্দ্য সমপ্রীতি আরো জোরদার করে আগামী সেবা বর্ষে ঐক্যবদ্ধ থেকে আমরা মানব সেবার প্রতি আরও মনোযোগী হবো। তিনি যাকাতের তাৎপর্য তুলে ধরে নগদ টাকায় যাকাত প্রদানের আহ্বান জানান।
ইফতার মাহফিল কমিটির চেয়ারম্যান জহির আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রাক্তন গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন কবিরুদ্দিন ভুইয়া, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, কনভেনশন চেয়ারম্যান লায়ন অশেষ কুমার উকিল প্রমুখ।
চট্টগ্রাম ক্লাব জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোশারফ হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আবদুর রহিম। প্রেস বিজ্ঞপ্তি।