রাঙামাটিতে নির্মাণাধীন সেতু ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ২০

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ৭:৪৬ পূর্বাহ্ণ

রাঙামাটিতে নির্মাণাধীন সেতু ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও ২০ জন শ্রমিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাঙামাটির কাপ্তাই সড়কের বরাদম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. রফিক। তার গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। সে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় বসবাস করতেন। সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি সদর উপজেলার তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে বলে জানা যায়।
স্থানীয় ও শ্রমিক সূত্রে জানা যায়, গতকাল সেতুর ঢালাইয়ের কাজ করছিল শ্রমিকরা। ওই সময় হঠাৎ করে সেতুর নীচে সেন্টারিংয়ে থাকা বল্লি ভেঙে গিয়ে ঢালাইরত সেতুটি ধসে নিচে পড়ে যায়। ঘটনাস্থলে থেকে আহত শ্রমিকদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মো. রফিক নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন।
আহত শ্রমিকরা হলেন, মো. তারেক (২৯), নিজাম (৩৫), মনসুর (২৫), বকুল (২৮), হৃদয় (২১), মো. আনোয়ার (২৫), সাফায়তুল (৩০), মো. শহীদ মিয়া (৪৫), মতিউর রহমান (২৬), মো. হাবিব (১৭), সুজন (২২), মো. কউসার (২৬), খলিল (২০)। আহতদের ১৩ জন নাম পাওয়া গেলেও বাকি ৭ জনের নাম পাওয়া যায়নি। আহতদের বেশিরভাগ শ্রমিক রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার। সেতু ঢালাইয়ের কাজে প্রায় ৫০ জন শ্রমিক কাজ করছিল বলে শ্রমিকরা জানিয়েছে। আহত শ্রমিক মনসুর বলেন, সকালে আমরা ঢালাই শুরু করে চার ভাগের এক ভাগ কাজ শেষ করি। নিচে সেন্টারিংয়ের জন্য কাঠের যে বল্লিগুলো দেওয়া হয়েছিল সেগুলো লোড নিতে পারায় ব্রিজ ভেঙে পড়ে যায়।
রাঙামাটি সদর হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর বলেন, সেতু ভেঙে আহত শ্রমিকদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরও ২০ জনের মতো আহত রয়েছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। আহতদের চিকিৎসা চলছে।

রাঙামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ শফি বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে এই ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছি। এটি নিয়ে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট দিলে প্রকৃত ঘটনা জানা যাবে। এলজিইডির অর্থায়নে প্রায় পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১২০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি। রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধসেই ওসমান-নাসির সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ছাত্রলীগের দুইপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া