অক্সিজেন মোড়ে যুবলীগের ইফতার বিতরণ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১২:২০ অপরাহ্ণ

রমজান উপলক্ষে যুবলীগের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নগর যুবলীগ নেতা নুরুল আজিম রনির উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে অক্সিজেন মোড়ে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

এ সময় নুরুল আজিম রনি বলেন, ‘যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় চট্টগ্রাম নগরের প্রতিটি ওয়ার্ডে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যাচ্ছি। আজকে আপনাদের সবার হাতে মোবাইল, ঘরে বিদ্যুৎ, অন্ন, বস্ত্র, বাসস্থানের চাহিদা নিশ্চিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা যদি আর একবার রাষ্ট্রীয় দায়িত্ব পায়, তাহলে শুধু আপনাদের না, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মেরও উন্নত ভাগ্য নিশ্চিত করা হবে।’

উপস্থিত ছিলেন আকতার হোসেন সৌরভ, মারুফ ওয়াহিদ, জিএস আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, ইসমাইল হোসেন রুবেল, মোহাম্মদ আরিফ, হারুনর অর রশীদ, আব্দুল হালিম সাগর, আনোয়ার হোসেন সেন্টু, মো. হায়দার আলী সাদ্দাম, আরিফুল ইসলাম, ওবায়দুল আলম শাকিল, তৌহিদুল ইসলাম নিপু, এএইচ সজিব, জালাল উদ্দিন জুবাইয়ের প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপণ্য বাজারে ৫০ বছরের সবচেয়ে বড় ধাক্কা আসছে : বিশ্ব ব্যাংক
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে নিহত ১, আহত ১৫