সেমিফাইনালে সানশাইন গ্রামার স্কুল

ইয়ং টাইগার জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট আয়োজিত এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ইয়ং টাইগার জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের সেমিফাইনালে উঠেছে সানশাইন গ্রামার স্কুল। সেমিফাইনালে তারা খেলবে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে। আগামী ৯ মে এ খেলা অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত গ্রুপ ‘ডি’এর খেলায় সানশাইন গ্রামার স্কুল ৮ উইকেটে চিটাগাং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে পরাজিত করে। টসে হেরে ব্যাট করতে নামে চিটাগাং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ৩২.২ ওভার খেলে ১৩২ রান তুলে সবাই আউট হয়ে যায় তারা। দলের হয়ে সাদমান হোসেন ২৮, শাহরিয়ার ১১,আসিফ রাহমান ১৩,মাজ বিন আইযুব ১৫ রান করেন। তবে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ৪৩ থেকে। সানশাইন গ্রামার স্কুলের বোলাররা ২৯টি ওয়াইড বল দেন। তাদের আবদুল্লাহ হানিফ ৪টি,ওবাইদুর রহমান ৩টি এবং হুমায়ুন অহন ২টি উইকেট লাভ করেন। ১টি উইকেট নেন সাদমান বিন খালেক।

জবাবে সানশাইন গ্রামার স্কুল ১৪ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৩৫ রানে পৌঁছে যায়। দলের ওপেনার আবদুল্লাহ হানিফ ৪৮ এবং আহনাফ খান অপ. ৩৪ রান করেন। সাদমান খালেক ৩৮ রান করে আউট হন। ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আসিফ রাহমান এবং আবু তাহিম ১টি করে উইকেট পান। ব্যাটে বলে সমান নৈপুন্যের জন্য ম্যাচ সেরা হন বিজয়ী দলের আবদুল্লাহ হানিফ। আজ বৃহস্পতিবার মহিলা কমপ্লেক্স মাঠে সিএমপি স্কুল এন্ড কলেজ খেলবে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের বিরুদ্ধে।

পূর্ববর্তী নিবন্ধদুবাইতে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন জাহানারা-রুমানা
পরবর্তী নিবন্ধহকিতে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা