কাস্টমস এক্সাইজ হারালো ক্রিসেন্ট ক্লাবকে

তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্ব

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বে নিজেদের প্রথম খেলায় জয় পেয়েছে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় কাস্টমস এক্সাইজ ৬ উইকেটে ক্রিসেন্ট ক্লাবকে পরাজিত করে। টসে জিতে কাস্টমস এক্সাইজ প্রথমে ব্যাট করতে পাঠায় ক্রিসেন্ট ক্লাবকে।

ক্রিসেন্ট ৩১ ওভার ৫ বল খেলে ১২৯ রান তুলে অলআউট হয়ে যায়। দলের আলী আহমেদ সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া আহনাফ খান ১৭,অহন ১০ এবং ইশফাকুর রশিদ অপরাজিত ১৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৪ রান। কাস্টমস এক্সাইজ দলের রবিউল হাসান এবং আশিক আলম ৩টি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান জুয়েল উদ্দিন,মিশকাতুল ফেরদৌস এবং আবির হোসেন।

জবাবে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব ২০ ওভার ২ বল খেলে ৪ উইকেট খরচ করে ১৩৩ রান তুলে নেয়। ওপেনার রবিউল ইসলাম ৬৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া মো. রায়হান ১৫ এবং ইরফাত ইসলাম অপরাজিত ২১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৬ রান। ক্রিসেন্ট ক্লাবের অহন ২টি এবং আবু তাহিম ১টি উইকেট নেন।

আজ তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বে একটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং ইয়ং স্টার ক্লাব। খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসাকিব-সাব্বিরের রান উৎসব
পরবর্তী নিবন্ধঢাকা প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন শেখ জামাল