চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়ন দরকার

মহানগর জাতীয় পার্টির অনুষ্ঠানে জিএম কাদের

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১০:১৯ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, এই চট্টগ্রামে আমি ১০ বছরের মতো বসবাস করে গেছি। এই চট্টগ্রাম আমার বাড়ির মতো। আমি আসার সময় দেখলাম, চট্টগ্রামের অনেক উন্নয়ন হয়েছে। চট্টগ্রামের অনেক পরিবর্তন হয়েছে। চট্টগ্রামের এমন উন্নয়ন দেখে অনেক ভালো লাগছে। চট্টগ্রাম বাংলাদেশের প্রাণ। চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়ন দরকার। এই চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেটা আজও গড়ে উঠেনি। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গ্রহণ করার জন্য।

গতকাল মঙ্গলবার হোটেল রেডিসন ব্লুতে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরীর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, জাতীয় পার্টি সম্পর্কে মানুষের ভুল ধারণা আছে। মানুষ মনে করে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট করে ক্ষমতায় আছে। কিন্তু এই ধারণা ঠিক নয়। আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির জোট হয়েছিল ২০০৮ সালে। ২০০৮ সালের পর থেকে আর কোনো জোট নেই। এখন কোনো দলের সাথে জাতীয় পার্টির কোনো জোট নেই।

তিনি বলেন, এই দেশের সকল উন্নয়নের ভিত্তি কিন্তু হুসেইন মুহাম্মদ এরশাদ করে গিয়েছিলেন। আজকে দেশে গার্মেন্টস শিল্প এবং ঔষুধ শিল্পের ভিত্তি এরশাদ সাহেবই করে গেছেন। আজকে নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপিসহ বিভিন্ন দল প্রশ্ন তোলেন। তাদের কাছে কোনো নির্বাচনই নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেও তা সুষ্ঠু হবে না। বর্তমান নির্বাচন ব্যবস্থার যদি পরিবর্তন করা যায় তাহলে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। বর্তমান নির্বাচন ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি আরো বলেন, দেশে ৫ কোটি মানুষ বেকার রেখে সোনার বাংলা বিনির্মাণ অসম্ভব। যে শিক্ষা কর্মবিমুখ সেই শিক্ষা বেকার তৈরি করবে। এজন্য কর্মমুখর শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগরের সভাপতি মো. সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী রেজাউল ইসলাম ভূইয়া, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, সাইদুর রহমান টেপা, আহসান আব্দুর রহমান এমপি, জহিরুল ইসলাম জহির ও সাইফুদ্দীন আহমদ মিলন, ভাইস চেয়ারম্যান সেরিফা কাদের এমপি, পার্টির চেয়ারম্যানের পিএস আবু তৈয়ব প্রমুখ।

সোলায়মান আলম শেঠ বলেন, চট্টগ্রামে জাতীয় পার্টি অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী। আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রামের বেশ কয়েকটি আসনে আমরা শক্তিশালী প্রার্থী দিতে পারব। তিনি এজন্য জাতীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির আন্দোলনে জনমতের পাশাপাশি বিদেশিদেরও সমর্থন আছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে সরাসরি জাহাজ যাবে ইউরোপের আরও দুই দেশে