বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে প্রথমবারের মতো নির্মাণ হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা। চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমার উপস্থাপনায় চট্টগ্রামের আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের শিল্পীবৃন্দ অংশ নেন।
চিত্রনায়িকা রোজিনা, নকীব খান, ফকির শাহাবুদ্দিন, সন্দীপন, সাব্বির, রাশেদ, প্রমি, প্রমুখ শিল্পী অংশগ্রহণ করেছেন। এছাড়া কাওয়ালী গান, পাহাড়ি নৃত্য, এফ মাইনর ব্যান্ড ও নাটাই ব্যান্ডের পরিবেশনা রয়েছে।
চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও কঙবাজারের বিভিন্ন নান্দনিক স্থানে অনুষ্ঠানটির দৃশ্য ধারণ করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার, ইলন সফির ও রিফাত মোস্তফা। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নির্মিত প্রথম আনন্দমেলা অনুষ্ঠানটি দেখবেন ঈদের দিন রাত ৯ টায়।