এতিমদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

ইফতার অনুষ্ঠানে মনজুর আলম

| মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৭:০২ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এতিমখানা ও হেফজখানার শিশুদের সাথে পরিবারের সদস্যদের নিয়ে প্রতিদিন নিজ বাসভবনে ইফতার করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। ইফতার শেষে সব শিশু ও শিক্ষকদের উপহার হিসেবে দেয়া হয় ঈদের নতুন জামা। প্রথম রমজান থেকে চলছে মনজুর আলমের এতিমখানা ও হেফজখানার শিশুদের সাথে প্রতিদিন ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম। রমজান মাসকে কেন্দ্র করে প্রতি বছরের মত এবছরও রমজানের পূর্বে অসহায়দের মাঝে সেহরী ও ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। এই কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে মনজুর আলম বলেন, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে-আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় দেশে পরিচালিত হচ্ছে নানা সেবাধর্মী কার্যক্রম। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ড এলাকায় অসহায় মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপ, মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোসনে আরা-মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধতিন দিনের সফরে ডেনমার্কের রাজকুমারী এখন কক্সবাজারে