দলীয় পরিচয়ে অনৈতিক কর্মে জড়িতদের আইনের আওতায় আনা হবে

সাতকানিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মোতালেব

| মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, আইনশৃঙ্খলা বিঘ্নকারী যে দলেরই হোক তাদের রক্ষা নেই। নিজ দলের হলেও তাদের কোনো অন্যায় আবদার সহ্য করা হবে না। এরই অংশ হিসেবে দেশের বিভিন্নস্থানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা হয়েছে।

তেমনিভাবে সাতকানিয়ায়ও দলীয় পরিচয় দিয়ে কেউ যদি অনৈতিক কর্ম করতে চায়, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। এছাড়া মাটি কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও এবং এসিল্যান্ডকে নির্দেশ দেন। গতকাল সোমবার সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরা বেগম, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন হাসান চৌধুরী, পৌর মেয়র মো. জোবায়ের, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজিব কুমার রুদ্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম।

পূর্ববর্তী নিবন্ধজনসংযোগ সমিতির ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধজাতীয় পুষ্টি সপ্তাহে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ