শর্ট সার্কিট থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বাদশা মাঝির ঘোনা নামক স্থানে গতকাল সোমবার ভোর ৫টার সময় আবুল কালাম নামে একজনের বসতঘর পুড়ে ছাই হয়েছে।

ক্ষতিগ্রস্ত আবুল কালাম বলেন, সোমবার সেহ্‌রি খেয়ে আবুল কালাম এবং পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কাঠের সুইচ বোর্ডে হঠাৎ আগুন জ্বলে উঠে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তে ঘরের ৪টি খাট, অন্যান্য আসবাব পত্র, নগদ টাকা, ড্রাম ভর্তি চাউল, যাবতীয় কাপড় চোপড় সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সবাইকে কোনমতে ঘুম থেকে টেনে তুলে ঘরের বাইরে আনেন তিনি। এ সময় পরণের কাপড় ছাড়া আর কোনো সম্পদ রক্ষা করা সম্ভব হয়নি। চোখের নিমিষে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।

এতে আনুমানিক ৫ লাখ টাকার সম্পদ ক্ষতি হয় বলে তিনি জানান। তবে স্থানীয় জনগণ দ্রত এসে আপ্রাণ চেষ্টা করে পাশে থাকা অন্যান্য ঘর রক্ষা করতে সক্ষম হয়।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিধেয় কাপড়সহ আর্থিক অনুদান প্রদান করেন। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধসিআইইউতে ইন্টার্নশিপ বিষয়ক অনুষ্ঠান ‘ইউ-সাক্সিড’