গাউসিয়া ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

| মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:৫১ পূর্বাহ্ণ

মাহে রমজান উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশের আয়োজনে এবং আনজুমান রিসার্চ সেন্টারের তত্ত্বাবধানে সম্পন্ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আল্লাহ পাক এই রমযান মাসে কোরআন নাজিল করেছেন।যে কোররআন তারতিল সহকারে বিশুদ্ধতা বজায় রেখে তেলাওয়াত প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য কর্তব্য।

এই কর্তব্যবোধ থেকেই গাউসিয়া কমিটি মুসলিম সমাজে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা সম্পর্কে সচেতনতা তৈরীতে ক্বেরাত প্রশিক্ষণের আয়োজন করেছে,যা প্রতি বছর রমজান মাসে আয়োজিত হয়ে আসছে এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় নারী এবং পুরুষদের জন্য পৃথক পৃথকভাবে আয়োজিত ক্বেরাত ক্লাসে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।ভবিষ্যতে এই ক্বেরাত প্রশিক্ষণ কোর্স কে শুধু রমযান ভিত্তিক না রেখে বছর ব্যাপী চালু রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ষোলশহরস্থ আলমগীর খানকাহ শরীফে গত ২৩ এপ্রিল সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ। প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার,অ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার,আলহাজ্ব কমর উদ্দিন সবুর, আব্দুল মান্নান, ইমরান হোসেন কাদেরী এবং প্রশিক্ষক ক্বারী নুর মুহাম্মদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবর্ধিত আবেদন ফি প্রত্যাহারের দাবিতে ছাত্র জোটের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধচবিতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল