নগরীর বাকলিয়ায় রাস্তা পার হওয়ার সময় সিএনজি টেক্সির ধাক্কায় আহত আমান উল্লাহ সিকদার (৬৮) নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন। গতকাল রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত আমান উল্লাহ আনোয়ারা উপজেলার বরুমচড়া শিকদার বাড়ি এলাকার বাসিন্দা এবং বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
নিহত আমান উল্লাহকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি টেক্সি চালক সম্রাট হোসেন বলেন, সকালে রক্তাক্ত অবস্থায় লোকটি রাস্তায় ছটফট করছিলেন। আশেপাশে অনেক লোক ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসেনি। পরে আমি দ্রুত তাঁকে আমার সিএনজি টেক্সিতে তুলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের ছেলে ফয়েজ সিকদার জানান, বাবা সকালে গ্রামের বাড়ি থেকে নগরীর রাহাত্তারপুল এলাকার ব্লুমিং পার্ক সংলগ্ন বাসার উদ্দেশে বের হয়েছিলেন। গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় সিএনজি টেক্সির ধাক্কায় গুরুতর আহত হন। আহতাবস্থায় বাবাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুরে তিনি মারা যান।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে গুরুতর আহত এক ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হয়। পরে তাঁকে হাসপাতালের ২৮ নম্বর ওয়াডে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।