মানবকল্যাণে রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং অবদান রাখছে

খাদ্যসামগ্রী বিতরণকালে আজাদী সম্পাদক

| রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে রমজান উপলক্ষে নগরীর একটি সেন্টারে দ্বিতীয় ধাপে ২০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়। ক্লাব সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগমের সভাপতিত্বে খাবার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা -৩২৮২ বাংলাদেশের গভর্নর (২০২২-২৩) রুহেলা খান চৌধুরী।

বক্তব্য দেন, লেফটেন্যান্ট গভর্নর মোহাম্মদ শাহজাহান, ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, ক্লাবের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন, নির্বাচিত সভাপতি মো. আলমগীর পারভেজ, ক্লাব সেক্রেটারী মো. সালাহ উদ্দিন, ট্রেজারার ইকরাম পাশা। উপস্থিত ছিলেন রোটারেক্ট সভাপতি আকমাম হোসেন, সদস্য সৌরভ ঘোষ ও অংশাহেলা মার্মা প্রমুখ।

প্রধান অতিথি বলেন, মানবকল্যাণে রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং অমূল্য অবদান রাখছে। সমাজে আমরা কেউ লায়ন ক্লাব করি কেউ রোটারি ক্লাব করি কিন্তু সকলেরই উদ্দেশ্য একটা মানবতার কল্যাণে কাজ করার। মানব সেবায় নিজেকে উৎসর্গ করার মাধ্যমে প্রকৃত সুখ নিহিত রয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। রমজানে অসচ্ছল মানুষের মাঝে সাহায্যের হাত প্রসারিত করার মাধ্যমে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্যে রোটারিয়ানদের ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ বাদুরতলা ও কাপাসগোলা মহল্লা কমিটির সাধারণ সভা
পরবর্তী নিবন্ধঅপূর্ব এবার রংমিস্ত্রি!