চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পতেঙ্গা আবহাওয়া অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ খবর জানানো হয়েছে। গতকাল চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।







