হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পেলে

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:২৬ পূর্বাহ্ণ

কোলন ক্যানসারের চিকিৎসার জন্য ফের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। তবে ৩ দিন হাসপাতালে কাটানোর পর তিনি চিকিৎসকদের পরামর্শে বাড়ি ফিরেছেন। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতির কারণে ব্রাজিলের ইসরায়েলিতা আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল পেলেকে।

আর গতকাল শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ৮১ বছর বয়সী পেলের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। গত সেপ্টেম্বরে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর মাঝেই চিকিৎসকরা পেলের শরীরে কোলন ক্যানসারের অস্তিত্ব খুঁজে পান। এজন্য এর আগে একবার অস্ত্রোপচার করা হয়েছিল তার। এরপর তাকে বেশ কয়েকবার কেমোথেরাপি দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে আসতে প্রস্তুত শ্রীলঙ্কা দল এখন অপেক্ষা মন্ত্রীর অনুমোদনের
পরবর্তী নিবন্ধক্রিকেটের মক্কা লর্ডসে সৌহার্দ্যের ইফতার