কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে থাকছে নানান আয়োজন। এরমধ্যে ‘ফ্যান্টাস্টিক সেভেন’ ইভেন্টে স্থান পেয়েছে নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মশারি’। মার্শে দ্যু ফিল্মের সঙ্গে অংশীদারিত্বে উদ্যোগটি নিয়েছে সিটজেস-ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল।
আগামী ২২ মে রয়েছে এই আয়োজন। মার্শে দ্যু ফিল্মের অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। ২০১৯ সাল থেকে বিশ্বের বৃহত্তম চলচ্চিত্রের বাজার মার্শে দ্যু ফিল্মের সঙ্গে অংশীদারিত্বে ‘ফ্যান্টাস্টিক সেভেন’ আয়োজন করে আসছে স্প্যানিশ উৎসব সিটজেস কর্তৃপক্ষ। উদীয়মান নির্মাতাদের উৎসাহ দিতে অর্থ তহবিল এবং সহ-প্রযোজনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে কানে সম্ভাবনাময় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে তাদের সংযোগ ঘটিয়ে দিতে সাজানো হয়েছে উদ্যোগটি।