কম সৌভাগ্যবানদের মুখে হাসি ফোটানো শ্রেষ্ঠতম সেবা

লায়ন্স ক্লাবের খাদ্য বিতরণ অনুষ্ঠানে কামরুন মালেক

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

পিডিজি লায়ন কামরুন মালেক এমজেএফ বলেন, কম সৌভাগ্যবান মানুষের মুখে হাসি ফোটানো শ্রেষ্ঠতম সেবা। শুধু দান নয়, হাসিমুখে সুন্দরভাবে কথা বলাও বড় ধরনের সেবাদান।

পবিত্র মাহে রমজান উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরীর সঞ্চালনায় কলেজ রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে গরিব-অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন সভাপতি ও লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন গোপালকৃষ্ণ লালা, সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, জোন চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান, ক্লাবের ২০২২-২০২৩ সেশনের নব-নির্বাচিত সভাপতি লায়ন মোহাম্মদ সোহেল খান, ক্লাব সেক্রেটারি লায়ন বি কে লালা, ট্রেজারার লায়ন রেবেকা নাসরিন এবং লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও শাহারিয়ার কবির।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার্স লায়ন রাজিব সিনহা এমজেএফ, প্রাক্তন ক্লাব সভাপতি ও সার্ভিস কমপ্লেক্সের সেক্রেটারি লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিন, টেইল টুইস্টার লায়ন মোহাম্মদ আইয়ুব, ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লায়ন অনুপম মজুমদার, লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন নাসরিন আক্তার তুহিন, লিও ক্লাব অব চিটাগংয়ের সভাপতি (ইলেক্ট) লিও অদিতি বড়ুয়া, লিও ক্লাব অব চিটাগং ক্যাম্ব্রিয়ান এরিস্টোক্রেসির সভাপতি লিও তাসফিয়া আক্তার, নব-নির্বাচিত সভাপতি লিও মোহাম্মদ নাজমুল হোসাইন, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন সভাপতি লিও রাহুল লালা, লিও আবদুল্লাহ আলী আল হাসান, ভাইস প্রেসিডেন্ট লিও শেখ মুনতাসির প্রমুখ।

অনুষ্ঠানে হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, চিনিসহ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের চলমান অগ্রগতি ধরে রাখতে হবে
পরবর্তী নিবন্ধছেলেকে নিয়ে পাকা আমের স্বাদে মজলেন আমির