সাতকানিয়া উপজেলা ও সিএফসির জয়

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে গতকাল বৃহস্পতিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত গ্রুপ ‘বি’ এর খেলায় সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ১০৭ রানের বড়ো ব্যবধানে ডবলমুরিং ক্লাবকে পরাজিত করে। এ জয়ের ফলে সাতকানিয়া উপজেলা ৩ খেলা শেষে ৬ পয়েন্ট পেয়েছে। অপরদিকে ডবলমুরিং ক্লাব ও সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থাও ৩ খেলা শেষে ৬ পয়েন্ট পেয়েছে। এই গ্রুপের এই তিনটি দলের পয়েন্ট সমান হয়ে যাওয়ায় নেট রান রেটের ভিত্তিতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে। এই গ্রুপের অন্য দল ক্রিসেন্ট ক্লাব তিনটি খেলার তিনটিতেই পরাজিত হয়ে কোন পয়েন্ট পায়নি।
গতকাল টসে জিতে ডবলমুরিং ক্লাব সাতকানিয়া উপজেলাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। পিচ ভেজা থাকায় এ খেলা দেরিতে শুরু হয়। ফলে খেলা ২৩ ওভারে নির্ধারিত হয়। সাতকানিয়া ২২ ওভার ৩ বল খেলে ১৭১ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। দলের হয়ে মহিউদ্দিন ২৯, জিয়াদ ২৪,মেহেদী হাসান ১৩,জায়েদ ২২, জুবেল ৩৬,রিয়াজ ১৪ এবং ১৭ রান করেন। অতিরিক্ত রান হয় ৯। ডবলমুরিং ক্লাবের তাফিজুন রহমান এবং মো. নিজাম ৪টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন বোরহান উদ্দিন এবং আজমিন আলফী।
জবাব দিতে নেমে ডবলমুরিং ১২ ওভার ৪ বল খেলেই ৬৪ রানে বুক্‌্‌ড হয়ে যায়। ইমন উল্লাহ ইমন ১৪ এবং আজমিন আলফী ১১ রান ছাড়া আর কেউ দ্বি-অংকের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। ডবলমুরিং দলের দুরাবস্থার পেছনে ছিল সাতকানিয়া উপজেলার রায়হানের চমৎকার বোলিং। তিনি ৫ ওভার বল করে ২৫ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন। এছাড়া মেহেদি মহিম ২টি,রহিম ও মহিউদ্দিন ১টি করে উইকেট নেন। ডবলমুরিং তাদের প্রথম দুটি খেলায় জয়লাভ করলেও তৃতীয় খেলায় এসে মুখ থুবড়ে পড়ে। সাতকানিয়া উপজেলা নিজেদের প্রথম খেলায় জয়লাভ করার পর দ্বিতীয় খেলায় হেরে যায়। তৃতীয় খেলায় গতকাল জয় পেল তারা। এখন সাতকানিয়া উপজেলা,ডবলমুরিং ক্লাব এবং সন্দ্বীপ উপজেলার মধ্যে নেট রানের ভিত্তিতে ‘বি’ গ্রুপের শীর্ষ দল নির্ধারণ করা হবে।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’ এর খেলায় চিটাগাং ফুটবল ক্লাব (সিএফসি) ৭ উইকেটে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবকে পরাজিত করে। এ জয়ের ফলে ৩ খেলা শেষে সিএফসি ৬ পয়েন্ট পেল। অন্যদিকে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব ৩ খেলার প্রত্যেকটিতে পরাজিত হয়ে কোন পয়েন্ট পায়নি। গতকাল এ খেলাটিও ওভার কমিয়ে ৩২ ওভারে নির্ধারণ করা হয়। টসে জিতে সিএফসি কাস্টমস এক্সাইজকে প্রথমে ব্যাট করতে পাঠায়। কাস্টমস এক্সাইজ ৩২ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। দলের ইরফাত হোসেন সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া রাহুল ইসলাম ২৮, মো. রায়হান ১০,আশিক আলম ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ১৩।
সিএফসির সাদমান মাহমুদ ৪টি উইকেট তুলে নেন। জয় দাশ ২টি, সিয়ামুল কবির এবং মো. ইমতিয়াজ ১টি করে উইকেট নেন।
জবাবে সিএফসি ২৬ ওভার ১ বল খেলে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে নেয়। ওপেনার রাকিব হোসেন ৩৭,আলি হায়দার ৪২,নাইমুল হোসেন অপরাজিত ৪৩ রান করেন। অতিরিক্ত রান হয় ১৪। কাস্টমস এক্সাইজের রাহুল ইসলাম এবং মিশকাতুল ফেরদৌস ইলহাম ১টি করে উইকেট নেন।
আজ তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে দুটি খেলা অনুষ্ঠিত হবে। মহিলা কমপ্লেক্স মাঠে খেলবে ইয়ং স্টার ক্লাব এবং বাকলিয়া একাদশ। এম এ আজিজ স্টেডিয়ামে খেলবে আগ্রাবাদ কমরেড ক্লাব এবং সাউথ এন্ড ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধশিরোপা স্বপ্ন শেষ আবাহনীর
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩২.৪১ কোটি টাকা