র্যাঙ্কিং রাউন্ডে তিন জনই ছিলেন সাদামাটা। কিন্তু এলিমিনেশন রাউন্ডে এসে রোমান সানা, সাগর ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল আলো ছড়ালেন। দাপুটে জয়ে উঠলেন রিকার্ভ পুরুষ এককের শেষ বত্রিশে। তুরস্কের আন্তালায় আর্চারি বিশ্বকাপে (স্টেজ-১) পুরুষ রিকার্ভের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে গ্রেট বৃটেনের জেমস উডগেটকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেন রোমান। মরক্কোর প্রতিযোগী ওমর বসুনিকে ৭-১ সেটে পয়েন্টে হারান সাগর। বাংলাদেশের আরেক প্রতিযোগী রুবেল ক্রোয়েশিয়ার লোভরো সেরনির বিপক্ষে জিতেন ৬-২ ব্যবধানে। রিকার্ভ পুরুষ দলগত বিভাগে এই তিন জন পারেননি বাংলাদেশকে টেনে নিতে। সেরা আটে ওঠার লড়াইয়ে দল ৫-১ সেট পয়েন্টে হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে। রিকার্ভ মেয়েদের দলগত বিভাগেও হতাশা সঙ্গী হয়েছে বাই পেয়ে সেরা আটে ওঠা বাংলাদেশের। সেরা চারে ওঠার লড়াইয়ে ৬-২ সেট পয়েন্টে ইতালির কাছে হেরেছে নাসরিন আক্তার-ফামিদা সুলতানা নিশা-দিয়া সিদ্দিকীতে গড়া দল।