কক্সবাজারের টেকনাফে ১৫ ক্যান বিদেশী বিয়ারসহ আব্দুল মান্নান (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাতে টেকনাফ হোয়াইক্যং বিজিবি চেকপোস্টের দক্ষিণে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশের পাহাড়ি ঢাল এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত মান্নান হোয়াইক্যং ২ নং ওয়ার্ড মাঝের পাড়ার মো. জাফর আলম সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাব।