খাগড়াছড়িতে প্রথমবারের মতো ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ৮:০৭ অপরাহ্ণ

খাগড়াছড়িতে হাইকোর্টের নির্দেশে প্রথমবারের মতো অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার(২১ এপ্রিল) সকালে মহালছড়ি উপজেলায় অবৈধ মেসার্স এস এইচ এস ব্রিকস ও মেসার্স ইমরান এন্টারপ্রাইজ, গুইমারা উপজেলার মদিনা এন্টারপ্রাইজ নামের দু’টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়। এসময় অভিযান চালিয়ে ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন বলেন, “হাইকোর্ট তিন পার্বত্য জেলায় সকল ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক অবৈধ ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।”

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়দা আক্তার জানান, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১২০৪/২০২২ মোতাবেক খাগড়াছড়ির সব ভাটা বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে অনেক ভাটা মালিক ছয় মাসের স্থগিতাদেশ নিয়ে আসেন। যে সকল মালিকের স্থগিতাদেশ নেই সেসব ভাটা ভাঙা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে অপহৃত শিক্ষার্থী চট্টগ্রামে উদ্ধার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বনভূমির মাটি কেটে পাচারের সময় ৫০ হাজার টাকা জরিমানা