এক ঘণ্টার সিদ্ধান্তে ডিপিএলে খেলছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

সাকিব আল হাসান ছিলেন না দেশে। তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাব উঠতে পারেনি সুপার লিগে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবের খেলার কোনো সম্ভাবনাই বলতে গেলে ছিল না। কিন্তু নাটকীয় পালাবদলে মোহামেডানের সাকিব হয়ে গেলেন লেজেন্ডস অব রূপগঞ্জের। লিগে খেলতে দেশে চলেও এসেছেন তিনি। ঢাকায় ফিরে অভিজ্ঞ অলরাউন্ডার বললেন হঠাৎ করেই তার এমন সিদ্ধান্ত।

পারিবারিক কারণে গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরেন সাকিব। কয়েকদিন থাকার পর মেয়ের স্কুলের জন্য তাকে নিয়ে চলে যান যুক্তরাষ্ট্রে। মোহামেডান তাকে অনেক ঘটা করে দলে নিলেও খেলতে পারেননি কোনো ম্যাচ। মোহামেডান সুপার লিগের আগেই ছিটকে পড়লে লিগে সাকিবের খেলার সম্ভাবনাও শেষ হয়ে যায়।

কিন্তু গত মঙ্গলবার মোহামেডান ক্লাব থেকে জানানো হয়, লেজেন্ডস অব রূপগঞ্জে খেলতে সাকিবকে ছাড়পত্র দিয়েছে তারা। মোহামেডানের যে ক্রিকেটাররা এবার একটি ম্যাচেও তাদের হয়ে মাঠে নামেননি, সেই ক্রিকেটারদের অন্য ক্লাবে খেলার অনুমতি দেওয়া হচ্ছে । জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ মোহামেডান ছেড়ে নাম লিখিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে।

গতকাল দেশে ফিরে সাকিব জানান একদম হঠাৎ করেই সিদ্ধান্ত। মানে এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্তটি নেওয়া। ভাবলাম যেহেতু একটা সুযোগ আছে খেলার, সামনে শ্রীলংকা সিরিজটাও আছে, তাই এখন যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি তাহলে প্রস্তুতিটা ভালো হবে। প্রায় এক মাসের মতো হয়ে গেল ক্রিকেট খেলি না। যদি এই চারটা ম্যাচ খেলতে পারি তাহলে খেলার মধ্যে আসার একটা সুযোগ হলো। সেজন্যই সুযোগটি নেওয়া। সাকিব বলেন মাঝখানে একটা কঠিন সময় গেলেও এখন অবশ্যই ভালো অনুভব করছি। মনোযোগটা এখন ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে সামনে যত ম্যাচ আছে সবই যেন খেলতে পারি।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ক্রিকেট লিগের গতকালের খেলা হবে আজ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩২.৪৪ কোটি টাকা