রোজার ঈদের পরই বাংলাদেশে আসছে শ্রীলংকা ক্রিকেট দল। ঢাকায় পৌঁছেই চট্টগ্রামে চলে আসার কথা ছিল শ্রীলংকা ক্রিকেট দলের। কারণ দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আর এই টেস্টের আগে বন্দর নগরীতে খেলার কথা ছিল একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ। আর সে ম্যাচটির ভেন্যু ছিল এম এ আজিজ স্টেডিয়াম। অনেক দলই মূল সিরিজের আগে চট্টগ্রামের এই স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলেছে। কিন্তু এবারের প্রস্তুতি ম্যাচটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হলো সাভারের বাংলাদেশে ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র বা বিকেএসপিতে।
গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই ম্যাচের ভেন্যু পরিবর্তনের কথা জানায় বিসিবি। তারা এটাও জানায় সফরকারী শ্রীলংকা দলের চাওয়ায় একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যুতে বদল এনেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, লংকানদের চাওয়াতেই সূচিতে এই পরিবর্তন এসেছে। ‘এটা ওদের প্রস্তুতি ম্যাচ। তো ওরা ঢাকাতেই ম্যাচটি খেলতে চায়। ওদের চাওয়া অনুযায়ীই আমরা ম্যাচ বিকেএসপিতে নিয়ে এসেছি। সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল ৮ মে চট্টগ্রাম চলে যাবে। ওরা সেখানেই অনুশীলন করবে।’
চার বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে ৮ মে ঢাকায় পৌঁছাবে শ্রীলংকা। ১০ ও ১১ মে প্রস্তুতি ম্যাচ খেলে পরদিন প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবে সফরকারীরা। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০২১ সালে শ্রীলংকায় দুই দলের সবশেষ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এর আগে ২০১৮ সালে দেশের মাটিতেও হেরেছিল একই ব্যবধানে। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে চার ম্যাচে দুটি করে জয়-পরাজয়ে শ্রীলংকার পয়েন্ট ২৪। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তারা আছে চার নম্বরে। ১২ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আট নম্বরে। ছয় ম্যাচে বাংলাদেশের জয় একটি, বাকি পাঁচ ম্যাচে হার।












