খুলশী ও আকবর শাহ থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

আজাদী অনলাইন | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৮:০৭ অপরাহ্ণ

খুলশী ও আকবর শাহ থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যেগে মঙ্গলবার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আকবর শাহ থানা সংলগ্ন সেভেন মার্কেটের সামনে খুলশী ও আকবর শাহ থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল উদ্দীন কন্ট্রাক্টরের পরিচালনায় সংগঠনের সভাপতি মো. গিয়াস উদ্দিন তুহিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিম।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. আনোয়ার হোসেন, বিশেষ বক্তা ছিলেন ন্যাশনাল কনস্ট্রাকশন এন্ড উড লেবার ফেডারেশন চট্টগ্রাম জেলা সভাপতি মো. আনোয়ার, ফিরোজ শাহ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইলিয়াছ খান, সমাজসেবক জসিম উদ্দিন, কৈবল্যধাম আ/এ সি ব্লকের সাধারণ সম্পাদক শামিম আহমেদ সুমন, কোতোয়ালি থানা টাইলস মোজাইক লোড অনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি ফেরদৌস জাহান মুকুল প্রমুখ।

এইসময় বক্তরা বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের উন্নয়নে সরকার কাজ করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষায় যে যার অবস্থান থেকে কাজ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধদুই বাস কাউন্টারকে জরিমানা
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু