সন্দ্বীপ চ্যানেলে স্পিডবোট ডুবিতে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

সন্দ্বীপ প্রতিনিধি | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১২:০৬ অপরাহ্ণ

প্রতিকূল আবহাওয়ার কারণে কুমিরা থেকে ছেড়ে আসা একটি স্পিডবোট সন্দ্বীপ উপকূলে ডুবে গেছে। আজ বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত স্পিডবোটে মোট ২০ জন যাত্রী ছিল। এদের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।

এতে এক মেয়ে শিশুকে (১৫) সন্দ্বীপের স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরো এক ছেলে শিশু এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্দ্বীপ থানা পুলিশ জানায়, স্পিডবোট দুর্ঘটনায় নুসরাত জাহান আনিকা ( ১৪) নামে এক শিশু মারা গেছে। সে মগধরা ৬ নম্বর ওয়ার্ডের মমতাজ সুকানির বাড়ির আলাউদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানায়, অবৈধ ফিটনেসবিহীন স্পীডবোট, অদক্ষ চালক আর ঘাট কর্তৃপক্ষের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।কালবৈশাখী দেখেও কেন স্পিডবোট ছাড়ল তারা এ প্রশ্ন সাধারণ যাত্রীদের।

এদিকে, আহতদের দেখতে ইউএনও ও থানার ওসি বর্তমানে স্বর্ণদ্বীপ হাসপাতালে অবস্থান করছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিল শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে গাছ উপড়ে মহিলার মৃত্যু