সন্তান হারালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

সদ্যোজাত যমজ সন্তানের মধ্যে ছেলেকে হারিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্তুগিজ মহাতারকা নিজেই এই দুঃসংবাদ জানান। রোনালদো ও জীবনসঙ্গীনী জর্জিনা রদ্রিগেসের সই করা বিবৃতিতে বলা হয় ছেলেকে হারানোর কষ্টে তারা বিধ্বস্ত। খুব কষ্টের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে যে, আমাদের শিশু পুত্র আমাদের ছেড়ে চলে গেছে।

এটা কতটা কষ্টের তা কেবল মাত্র মা-বাবাই বুঝতে পারে। একমাত্র শিশু কন্যাই আমাদের এই কঠিন মুহূর্তকে কিছু আশা ও আনন্দ দিয়ে মোকাবেলা করার শক্তি দিতে পারে। চিকিৎকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন শোকার্ত রোনালদো ও জর্জিনা। বিশেষ যত্ন ও সমর্থনের জন্য আমরা সব চিকিৎসক ও সেবিকাদের ধন্যবাদ জানাতে চাই।

বিবৃতির শেষে আরও একবার নিজেদের গভীর কষ্টের কথা উল্লেখ করে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষারও অনুরোধ করেছেন তারা। গত অক্টোবরে যমজ সন্তানের বাবা হওয়ার খবর দিয়েছিলেন রোনালদো। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার প্রথম বাবা হয়েছিলেন ২০১০ সালের ১৭ জুন। সারোগেট মায়ের গর্ভে জন্ম নেয় তার প্রথম ছেলে সন্তান। যার নাম ক্রিশ্চিয়ানিয়ো। এর অর্থ ছোট ক্রিশ্চিয়ানো।

২০১৭ সালের জুনে গণমাধ্যমে খবর আসে, যুক্তরাষ্ট্রে আরেক সারোগেট মায়ের গর্ভে জন্ম নেয় রোনালদোর জমজ সন্তান। তাদের নাম এভা ও মাত্তেও। এর এক মাস পর রোনালদো এক সাক্ষাৎকারে জানান, তিনি ও তার বান্ধবী রদ্রিগেস তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। ২০১৭ সালের নভেম্বরে জন্ম হয় ওই কন্যা শিশুর। তার নাম রাখা হয় আলানা মার্তিনা। এরপর সমপ্রতি দ্বিতীয়বারের মতো জমজ সন্তানের বাবা হন রোনালদো।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন বাংলাদেশের প্রথম ওয়ানডের পেসার সামিউর রহমান
পরবর্তী নিবন্ধমোস্তাফিজদের ম্যাচটি হবে মুম্বাইয়ে