চীনের সাংহাইয়ে ৩ জনের মৃত্যু

কোভিড

| মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:৪২ পূর্বাহ্ণ

বৃহত্তম শহর সাংহাইয়ে সর্বশেষ কোভিড-১৯ প্রাদুর্ভাবে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীন। করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় মার্চের শেষ দিক থেকে এই অর্থনৈতিক কেন্দ্রটিতে লকডাউন চলছে, তারপর থেকে এই প্রথম সেখানে মহামারীতে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেল। এর আগ পর্যন্ত কোভিড সংক্রমণে সাংহাইয়ে কারও মৃত্যু হয়নি, এমনটি জানিয়ে আসছিল চীন, তবে তাদের এ দাবি ক্রমশ প্রশ্নবিদ্ধ হচ্ছিল। সাংহাইয়ে তিন রোগীর মৃত্যু ২০২০ সালের মার্চের পর থেকে পুরো চীনজুড়ে প্রথম মৃত্যুর ঘটনা। খবর বিডিনিউজের।

সোমবার এক বিবৃতিতে সাংহাইয়ের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বাঁচানোর সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও রোববার হাসপাতালে তিন রোগীর মৃত্যু হয়েছে। তাদের বয়স ৮৯ থেকে ৯১ বছরের মধ্যে এবং তাদের অন্যান্য শারীরিক জটিলতা ছিল। সাংহাইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শহরটি ষাটোর্ধ্ব বাসিন্দাদের মধ্যে মাত্র ৩৮ শতাংশ করোনাভাইরাসের পূর্ণ টিকা নিয়েছেন।

বিবিসি জানিয়েছে, শহরটি এখন গণপরীক্ষার আরেকটি পর্বে প্রবেশ করতে যাচ্ছে আর এর অর্থ শহরটিতে চলমান কঠোর লকডাউন চতুর্থ সপ্তাহেও অব্যাহত থাকবে। তিন সপ্তাহ আগে করোনাভাইরাসের ওমিক্রন সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে শহরটি কঠোর লকডাউনে আছে। লকডাউনের কারণে শহরটির লাখ লাখ বাসিন্দা তাদের বাড়িঘরে আটকা পড়ে আছেন। পরীক্ষায় কারও করোনাভাইরাস পজিটিভ আসলে তাকে কোয়ারেন্টিন সেন্টারগুলোতে পাঠানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে প্রথম ধাপে শপথ নিতে পারেন কমপক্ষে ১২ মন্ত্রী
পরবর্তী নিবন্ধপাক বিমান হামলায় আফগানিস্তানে ৪৭ জন নিহত