জয়ে শুরু শেখ জামালের উড়ে গেল আবাহনী

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:৩১ পূর্বাহ্ণ

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্ব জয় দিয়েই শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গাজী গ্রুপকে ক্রিকেটার্সকে তারা ৭২ রানে উড়িয়ে দিয়েছে। শেখ জামালের করা ২৭১ রানের জবাবে গাজী গ্রুপ ১৯৯ রানে গুটিয়ে যায়। সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় শেখ জামাল। সাইফ হাসান ও রবিউলের উদ্বোধনী জুটিতে আসে ৭৮ রান। সাইফের (২৫) বিদায়ে এই জুটির অবসান হয়।

রবিউল ইসলাম করেন ৫৮ রান। অধিনায়ক ইমরুল কায়েস ২৪ রানে আউট হলে নুরুল আর পারভেজের জুটিতে এগোতে থাকে শেখ জামাল। ইনিংসের শেষ ওভারে গিয়ে ভাঙে দুজনের ১৪১ রানের জুটি। সোহান এবং পারভেজ রসুল দুজনেই ৭৩ রানের ইনিংস খেলেন। ২৭১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইবাদতের বোলিং তোপে ইনিংসের চতুর্থ ওভারেই উইকেট হারায় গাজী গ্রুপ।

ভালো ফর্মে থাকা মেহেদি মারুফ আজ ১৬ রানের বেশি করতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে ধ্রুব খেলেন ৫৫ রানের ইনিংস। তবে আর কোনো ব্যাটার চল্লিশের ঘরেও যেতে পারেননি। ২৫ বল আগেই তারা ১৯৯ রানে অল-আউট হয়ে যায়। ইবাদত এবং পারভেজ রসুল ৩টি করে আর মৃত্যুঞ্জয় নেন ২ উইকেট। এই জয়ে ২০ পয়েন্ট নিয়ে শিরোপার আরও কাছে চলে গেল শেখ জামাল।

এদিকে অন্য খেলায় আবাহনী লিমিটেডকে ১৪২ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সোমবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের দেওয়া ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩২ দশমিক ৪ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় আবাহনী। ব্যাটিংয়ে নেমে আবাহনীর মোসাদ্দেক হোসেন সৈকত ৭টি চার ও ৩ ছক্কার সাহায্যে ৫৭ বলে ৬৫ রান করেন। তবে দলের বাকিতে ব্যর্থতায় বড় পরাজয় বরণ করতে হয় ঐতিহ্যবাহী দলটিকে। প্রাইম ব্যাংকের রাকিবুল হাসান ও নাসির হোসেন তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মেহেদী হাসান ও তাইজুল ইসলামের শিকার দুটি করে উইকেট। টসে হেরে এর আগে প্রথমে ব্যাটিং করতে নামে প্রাইম ব্যাংক। ৫০ ওভার শেষে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৭৩ রান। এ ম্যাচেও হেসেছে এনামুল হক বিজয়ের ব্যাট। ৮৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন তিনি। ওপেনিংয়ে তার সঙ্গী শাহাদাত হোসেন দিপু করেন ৫১ বলে ৩৮ রান। মোহাম্মদ মিঠুন ৪৪, ইয়াসির আলী চৌধুরী ৪৩ রান করলেও ব্যাট হাতে ব্যর্থ হন মোমিনুল হক ও নাসির হোসেন।

পূর্ববর্তী নিবন্ধসাব্বিরের ঝড়ো সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধপুত্র সন্তানের বাবা হলেন নাসির হোসেন