আর্ত মানবতার কল্যাণই সচেতন মানুষের নিত্যকর্ম হওয়া উচিত

একেএমবির ইফতার মাহফিলে বক্তারা

| মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:১৭ পূর্বাহ্ণ

সর্বপ্রকার রাজনীতির মূলমন্ত্র হচ্ছে মানবকল্যাণ। আর্তমানবতার কল্যাণই সচেতন মানুষের নিত্যকর্ম হওয়া উচিত।

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) -এর উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের সম্মানে গতকাল ১৮ এপ্রিল নগরীর এক হোটেলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ একেএমবির চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন-আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ এর সচিব স ম হামেদ হোসাইন।

মোহাম্মদ কফিল উদ্দীন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দীন চৌধুরী, সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি এস এম নুরুল হক, এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল আটাব সভাপতি মোহাম্মদ এস এম আবু জাফর, সাইফ পাওয়ারটেক এর পরিচালক নিজাম উদ্দীন মাহমুদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরী, ডঃ অধ্যাপক মাসুম চৌধুরী, এডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, মোহাম্মদ আলম ববি, আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, খান এ সবুর, এস এম আব্দুল করিম তারেক, আলহাজ্ব ওয়াহেদ মুরাদ, স ম শহিদুল হক ফারুকী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, অধ্যাপক মোখতার আহমদ, শাহাদত হোসেন চৌধুরী রুবেল, আবদুল্লাহ আল মামুন, আবুল হাসান, আবুল মাসুম চৌধুরী, লায়ন এমরান, আবু ছাদেক ছিটু, খ ম জামাল উদ্দীন, আহমদ রেজা প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধসকলের সহযোগিতায় পোশাক সেক্টরকে এগিয়ে নিতে হবে
পরবর্তী নিবন্ধলন্ডনলুক : চট্টগ্রামে যুক্তরাজ্যের আবহ