সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হবে না

ঈদ উপহার বিতরণকালে মেয়র

| মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:১৪ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সরকারকে অস্থিতিশীল করার জন্য একটি মহল নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরর্দশী সিন্ধান্ত এবং সময়োপযোগী পদক্ষেপর কারণে তা সফল হবে না। বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে, অপবাদ দেয়ার চেষ্টা করা হচ্ছে তা সত্য নয়।

কারণ বাংলাদেশ এখন উন্নয়নে দক্ষিণ পূর্ব এশিয়ায় অগ্রগামী। গতকাল সোমবার পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ একটি কমিউনিটি সেন্টারে ঈদ উপহার বিতরণকালে তিনি এ কথা বলেন।

ওয়ার্ড কাউন্সিলর এম. আশারাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সামসুল আলম, কাউন্সিলর নুর মোস্তাফা টিনু, ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ, হুমায়ন কবীর, মো. হোসেন, কপিল উদ্দীন, কতুব ঊদ্দীন, ডা. সেলিমগার, মো. আলমগীর সাজ্জাদ, মো. সাইফুদ্দীন, মো. নুরুদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা অয়েল কোম্পানির দ্বি-বার্ষিক চুক্তি সম্পাদন
পরবর্তী নিবন্ধছাত্রবন্ধুর ইফতার মাহফিল