একজন নারী অনেক কিছু করতে পারেন এবং হতে পারেন, তার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত বাংলা চলচিচত্রের মহানায়িকা সারাহ বেগম কবরী। গ্রামের পিচ্ছিল পথ পাড়ি দিয়ে সাহসিকতার পথ জয় করে উঠে এলেন মহীয়সী নারী হয়ে।
কবরীর ১ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় পিপি অ্যাড. কামরুন নাহার বেগম এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ১৭ এপ্রিল নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নূরনাহার মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, মো. জসিম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, অ্যাড. চন্দন পালিত, মো. মাঈনুল ইসলাম। স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, মো. হাসান মুরাদ, শেখ নজরুল ইসলাম মাহমুদ, মো. কালিম শেখ, বায়েজিদ ফরায়েজি, শিউলি আকতার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, কেপায়েত উল্লাহ আরকান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মো. জসিম উদ্দিন চৌধুরী, ফাতেমা ডলি। প্রেস বিজ্ঞপ্তি।












