হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পুকুরের ডুবে মো. জামসেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আমিন মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। সে স্থানীয় জাহাঙ্গীর আলমের পুত্র।

জানা যায়, মা ছেলের জন্ম নিবন্ধন করার জন্য ছেলেকে বাড়িতে রেখে ছিপাতলী ইউনিয়ন পরিষদে আসে । মার অনুপস্থিতিতে খেলতে গিয়ে শিশুটি সকলের অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। তার মা বাড়িতে এসে তাকে খোঁজাখুঁজি করার পর পুকুরে পানিতে ভাসতে দেখলে উপস্থিত লোকজন মৃত অবস্থায় উদ্ধার করে। ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধ৩৯নং ওয়ার্ড বিএনপির ফরম পূরণ ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন
পরবর্তী নিবন্ধমানবিক সমাজ বিনির্মাণে কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে হবে