রাউজানে কারের ধাক্কায় শিশু নিহত

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

কাপ্তাই সড়কের রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে প্রাইভেটকারের ধাক্কায় তিশা আকতার (৬) নামে এক শিশু নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিশা স্থানীয় কাতালপীর মাজার গেইট সংলগ্ন টমটম চালক নুর উদ্দিন ও জোসনা আকতারের মেয়ে। এছাড়া সে তাপবিদ্যুৎ কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল সন্ধ্যা ৭টার দিকে তিশা সড়ক পার হয়ে বাড়ি ফিরছিল। এ সময় রাঙ্গুনিয়ার দিক থেকে আসা শহরমুখী এক মহিলা চিকিৎসকের প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিশাকে মৃত ঘোষণা করেন। প্রাইভেটকারটি পুলিশ আটক করেছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধপেশাদার চালকদের ডোপ টেস্ট সংখ্যা দ্বিগুণ চমেক হাসপাতালে