রাঙামাটিতে বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

পটিয়ায় শ্রমিকবাহী বাস খাদে, আহত ৭

রাঙ্গামাটি ও পটিয় প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ৫:০১ পূর্বাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলার ঘিলাছড়ি এলকায় শনিবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় জয়গুন বেগম (৭০) নামে এ বৃদ্ধা গুরুতর আহত হয়। গতকাল তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাগড়া ইউনিয়নের ঘিলাছড়ি গ্রামে রাতের বেলায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলে ধাক্কায় রাস্তা থেকে ছিটকে পড়ে ঐ মহিলা। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে বৃদ্ধাকে রাস্তা থেকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। কাউখালী থানায় বৃদ্ধার পরিবারের সদস্যদের পক্ষ হতে কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম জানান।

পটিয়া প্রতিনধি জানান, পটিয়ায় ট্রাকের ধাক্কায় পোষাক শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৭জন যাত্রী আহত হয়েছেন। গতকাল সকালে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাকিব (১৮), আখি (১৯), সাব্বির (২২) পটিয়া স্বাস্থ্য কমপ্লেঙ চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নেয় বলে জানা গেছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাফ্‌ফর হোসেন বলেন, চট্টগ্রাম-কঙবাজার মহসড়কের কঙবাজারমুখী ট্রাক ও পোষাক শ্রমিকবাহী বাস এবং চট্টগ্রামমুখী ডাম ট্রাক পটিয়ার শান্তিরহাট বোর্ড অফিসের সামনে এলে মুখোমুখি সংর্ষের ঘটনা ঘটে। এ সময় পটিয়ার আমজুর হাটমুখী গামেন্টেস কর্মী বোঝাই বাসটি খাদে পড়ে যায়। এতে ৭ জন যাত্রী আহত হয়। গাড়ি তিনটি আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে আসামি ধরতে গিয়ে স্ত্রীকে হেনস্তা এসআই প্রত্যাহার
পরবর্তী নিবন্ধরাউজানে কারের ধাক্কায় শিশু নিহত