নগরীর কাজীর দেউড়ির ব্যস্ততম মোড়ে বৈদ্যুতিক খুঁটির তারে লাগা আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে শপিং সেন্টার। তবে আগুন মার্কেটের কোনো দোকানে না লাগলেও একটি মোবাইল কোম্পানীর শোরুমের এসিতে লেগেছে বলে জানিয়েছেন চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম। গতকাল সোমবার ভোর সোয়া ৬টায় এপোলো শপিং সেন্টারের সামনে বৈদ্যুতিক খুঁটিতে বিভিন্ন সেবা সংস্থার তারে হঠাৎ আগুন লেগে যায়।
এতে বিভিন্ন সেবা সংস্থার তার পুড়ে যায়। একপর্যায়ে আগুন রাস্তার অপর পাশের খুঁটিতেও ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ করে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। আগুনে তার পুড়তে পুড়তে রাস্তার অপর পাশের ছড়িয়ে পড়ে এবং টিঅ্যান্ডটি সার্ভার বঙের তারসহ অন্যান্য যন্ত্রপাতিতেও আগুন লাগে যায়। এ সময় মার্কেট বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত না এলে মার্কেটেও আগুন ছড়িয়ে পড়তো। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মার্কেটটি।
চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম আজাদীকে জানান, আগুনে মার্কেটের কোনো ক্ষতি হয়নি। তবে একটি শোরুমের এসিতে আগুন লেগেছে। আমরা গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আগুনে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।