শ্রীলংকার কোচিং প্যানেলে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী কোচ নাভিদ

| সোমবার , ১৮ এপ্রিল, ২০২২ at ১০:১৪ পূর্বাহ্ণ

ক্রিকেটে বাংলাদেশের সেরা সাফল্যের একটি- যুব বিশ্বকাপ এসেছে যার হাত ধরে, সেই নাভিদ নওয়াজকে নিয়ে বাংলাদেশে খেলতে আসছে শ্রীলংকা। আগামী মে মাসের সফরকে সামনে রেখে কোচিং প্যানেল ঢেলে সাজিয়েছে তারা। এর অংশ হিসেবেই সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নওয়াজকে। পেস বোলিং কোচ হিসেবে ফিরেছেন চামিন্দা ভাস। পিয়াল ভিজেতুঙ্গাকে স্পিন বোলিং কোচ ও মনোজ আবেভিক্রমাকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে লঙ্কান বোর্ড। আপাতত এক সিরিজের জন্য দায়িত্ব পেয়েছেন তারা। উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে কাজের অভিজ্ঞতায় ঋদ্ধ নওয়াজ এবারই প্রথম কাজ করবেন জাতীয় দলে। ২০১৮ সাল থেকে ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ। তার কোচিংয়েই ২০২০ আসরে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে হয়ে যাওয়া সবশেষ আসরে তার কোচিংয়ে হয় অষ্টম। তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল আরও আট মাস। আগেভাগেই সেটার ইতি টেনে নিজ দেশের জাতীয় দলের কোচিংয়ে যুক্ত হলেন নওয়াজ।

পূর্ববর্তী নিবন্ধকবরীকে হারানোর এক বছর
পরবর্তী নিবন্ধক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন কোচ সালাউদ্দিন