মুজিবনগর সরকার গঠন ছিল স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক মুহূর্ত

আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | সোমবার , ১৮ এপ্রিল, ২০২২ at ৯:৫৯ পূর্বাহ্ণ

মুজিবনগর দিবসের সভায় বক্তারা বলেন, মুজিবনগর সরকার গঠন ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক মুহূর্ত। মুজিবনগর সরকারের হাত ধরেই আমাদের স্বাধীনতার স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছিল।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ : ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস পালনোপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। দোস্ত বিল্ডিং কার্যালয়ে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, নাজিম উদ্দিন তালুকদার, আসম ইয়াছিন মাহমুদ, শওকত আলম, মহিউদ্দিন মঞ্জু, মো. সেলিম উদ্দিন, সাহেদ সরোয়ার শামীম, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, ফোরকান উদ্দিন আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক এড. বাসন্তী প্রভা পালিত, রাশেদ খান মেনন, রূপক দেব অপু প্রমুখ।
চ.বিঃ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল ১৭ এপ্রিল বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে নিয়ে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, অনুষদ সমূহের ডিন, রেজিস্ট্রার, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি এবং ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : ১৭ এপ্রিল আন্দরকিল্লাস্থ কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার কৃষক শ্রমিক জনতা যখন বাংলাদেশের স্বাধীনতার পতাকা হাতে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য শপথ নিয়েছিল তখনই মুজিবনগর সরকার গঠন করার প্রয়োজনীয়তা তৎকালীন বাংলার জনগণ উপলব্ধি করেছিল। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, খোরশেদ আলম, আবু জাফর, আবদুল কাদের সুজন, ডা. তিমির বরণ চৌধুরী, গোলাম ফারুক ডলার, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, এড. আবদুর রশিদ, মোস্তাক আহমদ আঙ্গুর, আতিকুর রহমান চৌধুরী, মমতাজ উদ্দিন, ডা. আর কে দাশ, রাশেদুল আরেফিন জিসান, মিজানুর রহমান, লায়ন ছাবের আহমদ, আলমগীরুল ইসলাম, সুরেশ দাশ, এড. নুরুল আলম, আবদু ছবুর প্রমুখ।
চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদ : গতকাল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে আলোচনা সভা নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী ছৈয়দ, কুতুব উদ্দিন চৌধুরী, সেলিম উল্ল্যাহ, আলী হোসেন, সৌরিন্দ্র নাথ সেন, মোহাম্মদ ইউসুফ, জাকির হোসেন, মো. নূর উদ্দিন, সৈয়দ আহমদ, সরওয়ার আলম চৌধুরী মনি, শাহেদ মুরাদ সাকু, মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান প্রমুখ।

এম এ লতিফ এমপি : এম এ লতিফ এমপির উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এম.এ.লতিফ এমপির ৩নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন এম.এ.লতিফ এমপি। আ.লীগ নেতা মাহাবুবুল হক মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এজাহার মিয়া, কাউন্সিলর ছালেহ আহম্মেদ চৌধুরী, মো. আসলাম, আবদুল মতিন মাস্টার, ইমাম হোসেন, কামাল উদ্দিন চৌধুরী, আজিজ মোল্লা, রিফাত আলম, ইমতিয়াজ হোসেন বাবলা, মো. ইকবাল, আবদুল মান্নান চৌধুরী, ইমতিয়াজ মেম্বার, রিফাত আলম, মোক্তার আহম্মদ, রাশেদ জোবায়রী, মোহাম্মদ মঈনউদ্দিন হাসান, আনোয়ার আলী, আব্দুল শুক্কুর, নেছার মিয়া আজিজ, মো. জাহেদ আলী, মো. শাকির, মো. সিরাজুল ইসলাম শাকিল, সেলিম আফজল, মুসলিম উদ্দিন রাহাত, মো. শহীদ, মো. জুয়েল, আরিফ, অধ্যাপিকা বিবি মরিয়ম, জাহেদা আক্তার, শাহানাজ বেগম।
চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ঐতিহাসিক মুজিবনগর উদযাপন উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, অধ্যাপক ড. এম.কে. জিয়াউল হায়দার, মো. জামাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহান।

সিভাসু : রবিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদেন ডিন ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান।
পুষ্পস্তবক অর্পণ শেষে ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমী) প্রফেসর ড. বেনু কুমার দে বলেছেন, মুজিবনগর সরকার দেশকে শত্রুমুক্ত করতে সক্ষম হন বলেই আজ আমরা স্বাধীনতার ৫১তম বার্ষিকী পালন করছি। ৫১তম মুজিবনগর সরকার দিবস ১৭ এপ্রিল স্মরণে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে গতকাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দে, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার ও সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষকে ‘জাতীয় চারনেতা সম্মাননা স্মারককে’ ভূষিত করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, শ্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, মুক্তিযোদ্ধা রেদওয়ানুল হক ও ছাত্রনেতা বোরহান উদ্দিন গিফারী সহ অন্যরা।
বাঁশখালী উপজেলা : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা রবিবার বাঁশখালী অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, মোহাম্মদ ইসমাঈল, থানার পুলিশ পরিদর্শক তদন্ত আরিফুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষাথীরা অংশগ্রহন করেন। সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া শান্তির হাটের ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল