পটিয়া শান্তির হাটের ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে

ব্যবসায়ী সমিতির অভিষেকে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৮ এপ্রিল, ২০২২ at ৫:২৬ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, ব্যবসায়ীদের কল্যাণে শেখ হাসিনার সরকার আন্তরিক। তবে ব্যবসায়ীদের পণ্যের অতিরিক্ত দাম নির্ধারণ করে সাধারণ জনগণকে হয়রানি করা থেকে বিরত থাকতে হবে। তিনি পশ্চিম পটিয়ার শান্তিরহাট বাজারের ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসন করার ঘোষণা দেন। গতকাল রবিবার বিকেলে শান্তির হাট ব্যবসায়ী সমিতির নব গঠিত কমিটির অভিষেক ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি নুরুল আলম সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী ও যুগ্ম সম্পাদক মো. মিয়া জুনায়েদের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আ. লীগের সদস্য বিজন চক্রবর্তী, জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, বীর মুক্তিযোদ্ধা এম. এ হাকিম, নুর-উর রশিদ চৌধুরী এজাজ, এমরান মনা, জসিম উদ্দিন, এসআইবিএল ব্যাংকের ম্যানেজার সৈয়দ এরশাদ হোসেন, আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজার শাহজাহান সিরাজ, আ. লীগ নেতা মোজাম্মেল হোসেন রাজধন, হাফেজ দিদারুল ইসলাম, মোহাম্মদ হোছাইন, মো. আলম, মাধাই চন্দ্র নাথ, কুসুমপুরা ইউপির প্যানেল চেয়ারম্যান শওকত আকবর, সালাউদ্দিন সরওয়ার, নুরুল ইসলাম নুরু, রহিম, আবছার চৌধুরী, এম বেলাল চৌধুরী, হারেছ উদ্দিন দৌলতি, মো. এমরান সওদাগর, এনামুল হক সিকদার, ডা.রফিক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে কিশোর খুনের ঘটনায় গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধমুজিবনগর সরকার গঠন ছিল স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক মুহূর্ত