নগরীর পাহাড়তলীতে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কিশোর ফাহিম হত্যার ঘটনায় মো. মামুন (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কেন তাকে হত্যা করা হলো সে বিষয়ে কিছু জানাতে পারেনি মামুন। গতকাল রোববার বিকেলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন।
ওসি বলেন, কিশোর ফাহিম খুনের ঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আমরা সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের অভিযান চলমান রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে বারোটার দিকে ফাহিমের পিতা জহির হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। এর আগের দিন রাতে পাহাড়তলী থানাধীন ঈদগাঁও কাঁচা রাস্তার মাথা এলাকায় ছুরিকাঘাতে আহত হন ফাহিম। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিতা জহির হোসেন বলেন, আমার ছেলের খুনের সঙ্গে কারা জড়িত তা আমরা দেখিনি। এ কারণে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছি। কেন আমার ছেলেকে খুন করা হলো তাও জানি না। আমার আশা, পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনলে ছেলে হত্যার বিচার পাবো।