মাহে রমজানে অসহায় আত্মীয়স্বজনদের পাশে দাঁড়ান

| সোমবার , ১৮ এপ্রিল, ২০২২ at ৫:১১ পূর্বাহ্ণ

মুসলমানদের অতি পবিত্র মহিমান্বিত পুণ্য হাসিলের রহমত মাগফিরাত এবং নাজাতের মাস রমজান শেষ হওয়ার পথে। রমজানের একটি অন্যতম ইবাদত হচ্ছে যাকাত প্রদান যা ইসলামের তৃতীয় স্তম্ভ হিসেবে পরিচিত। এটি একটি অর্থনৈতিক ইবাদত। এটি উপযুক্ত সম্পদের মালিকদের ওপর বর্তায় যা আদায় করা বাধ্যতামূলক। অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের দেশে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা হয় না। যাকাতে আমাদের গরীব আত্মীয় স্বজনদের হক সবার আগে। কিন্তু আমরা জেনে শুনে বুঝেও তাদের সাহায্যে এগিয়ে যাইনা। পাশাপাশি দুই বছরের মহামারী কোভিডের ধাক্কায় অনেক মানুষ দরিদ্র সীমার নিচে নেমে গেছে। এমতাবস্থায় আমাদের শুধু নিঃস্ব ও হত দরিদ্র নয় অসচ্ছল আত্মীয় স্বজনদের নিকট নিজ দায়িত্বে ইফতার সামগ্রী এবং যাকাতের টাকা পৌঁছে দেয়া উচিৎ। অনেকে মান সম্মান, চক্ষু লজ্জা, পারিবারিক অবস্থান, আভিজাত্যের কারণে মানুষের কাছে প্রকাশ্যে হাত পেতে কিছু নিতে লজ্জা পাচ্ছেন। অথচ আমাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের ঘরের অভাব অনটনের কথা আমাদের অনেকেরই জানা। এমন পরিবারও আছে যেখানে তিন ভাই যাকাত দিচ্ছেন আর দুই ভাই ঠিক মতো ইফতার সেহরি করার সামর্থ্য নেই। এখানে তো সবার আগে ভাইয়ের সাহায্যে এগিয়ে আসা উচিৎ। তাঁদেরকে এমনভাবে দেয়া উচিৎ যাতে তাঁরাও আগামী বছর যাকাত দিতে পারে। আসুন আমিত্ব বড়ত্ব মিথ্যে দম্ভ অহমিকা ত্যাগ করে আগে নিজেদের ঘনিষ্ঠ এবং কাছের মানুষদের আর্থিক সাহায্য ও সহযোগিতা করি।
মোহাম্মদ মন্‌জুরুল আলম চৌধুরী
দেওয়ান বাজার । চট্টগ্রাম – ৪০০০.

পূর্ববর্তী নিবন্ধনির্মলেন্দু চৌধুরী : ব্রিটিশবিরোধী আন্দোলনে গণজাগরণের শিল্পী
পরবর্তী নিবন্ধসন্দেহ : অত্যন্ত নোংরা মনের পরিচয়