বৈশাখের শুরুতে বৃষ্টি নেই, গরম লাগছে বেশি

| সোমবার , ১৮ এপ্রিল, ২০২২ at ৪:৫৬ পূর্বাহ্ণ

বৈশাখের শুরুতে বৃষ্টি না থাকায় রাজধানীসহ সর্বত্র অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে; আর এর মধ্যেই রাজশাহী, পাবনা ও যশোর অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তাপমাত্রা গত দুই দিনে কিছুটা কমলেও পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া এমন ভ্যাপসা গরম এখনও অব্যাহত রয়েছে। তাপপ্রবাহের সঙ্গে এ অবস্থা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস বলছে। খবর বিডিনিউজের।
গতকাল রোববারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল, যা আট বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা। শনিবার এখানে তাপমাত্রা কমে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস হয়, সেটিও ছিল দেশের সর্বোচ্চ।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, তাপমাত্রা কমছে দুদিন ধরে। কিন্তু বৃষ্টি না থাকায় রাজধানীসহ সর্বত্র গরম অনুভূত হচ্ছে বেশি। আগামী আরও কিছুদিন এমন আবহাওয়া থাকবে। সহসা যে বৃষ্টি হবে রাজধানীতে, এমনও আভাসও নেই। বিভিন্ন এলাকায় বিরাজমান তাপপ্রবাহও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅভিযানেও থামছে না অবৈধভাবে বালি উত্তোলন
পরবর্তী নিবন্ধঈদে জাহাজ চলবে দিনে ৪ বার