ঢাকা প্রিমিয়ার লিগে আরও জমজমাট লড়াই শুরু হচ্ছে। শুরু হচ্ছে সুপার লিগ পর্ব। ১৮ এপ্রিল থেকে তিন ভেন্যুতে চলবে ঢাকা লিগের এই আকর্ষণীয় পর্ব। তিন ভেন্যুর একটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। এই ভেন্যুর সব ম্যাচ দেখা যাবে টিভিতে। সরাসরি সমপ্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস। এছাড়া এবার রাখা হয়েছে একদিন করে রিজার্ভ ডে। বিকেএসপির দুই ভেন্যু ও মিরপুর মিলিয়ে প্রত্যেক ম্যাচ ডেতে তিনটি করে খেলা। মিরপুরের ম্যাচ টিভিতে, আর বিকেএসপির ম্যাচ দেখা যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। সুপার লিগের সঙ্গে চলবে রেলিগেশন লিগের খেলাও। এই পর্বের ম্যাচগুলো হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
এবার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড, শেখ জামাল, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট, রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১৮ এপ্রিল প্রথম রাউন্ডে শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। সকাল ৯টায় শুরু ম্যাচটি দেখা যাবে টিভির পর্দায়। একই দিন একই সময়ে বিকেএসপির ৩ নম্বর মাঠে শেখ জামালের প্রতিপক্ষ গাজী গ্রুপ। একই ভেন্যুর ৪ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ লড়বে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে।
সুপার লিগ: প্রথম রাউন্ডের সূচি (১৮ এপ্রিল):আবাহনী-প্রাইম ব্যাংক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, সকাল ৯টা,শেখ জামাল-গাজী গ্রুপ, বিকেএসপি ৩ নম্বর মাঠ, সকাল ৯টা, লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স, বিকেএসপি ৪ নম্বর মাঠ, সকাল ৯টা।