রজভীয়া নূরীয়া কমিটি কেন্দ্রীয় চেয়ারম্যান ও চবি অধ্যাপক মোহাম্মদ কাউসার হামিদ বলেন, যৌতুক দেয়া-নেয়া দুটোই ঘৃণ্য নিকৃষ্ট পন্থা। যৌতুকের অভিশাপ গ্লানি থেকে লাখো গরিব অসহায় পরিবারগুলোকে বাঁচাতে যৌতুক দেয়া নেয়ার বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
গত ১৪ এপ্রিল রজভীয়া নূরীয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে আহলে সুন্নাত যুব পরিষদের সার্বিক সহযোগিতায় মাহে রমজান শীর্ষক অলোচনা সভা, ইফতার মাহফিল এবং কাউন্সিল অধিবেশনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মুহাম্মদ আয়ুব তাহেরির সঞ্চালনায় উদ্বোধক ছিলেন মাস্টার হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ জাকারিয়া, আবু ছালেহ সফওয়ান নূরী, মোজাফ্ফর আহমদ, আবু ছালেক, মুহাম্মদ জসিম, মুহাম্মদ তৌহিদ। বক্তব্য দেন, মাওলানা নাজিম উদ্দীন নূরী, মাওলানা মুজিবুর রহমান, আবু তালেব জিহাদি, মাওলানা হারুনুর রশিদ, বাদশা মিয়া, মুহাম্মদ জাহাঙ্গীর, নাজমুল হুদা, জহুরুল কাদের, মুহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ আরমান, মুহাম্মদ আরফাত, মুহাম্মদ কাউছার। প্রেস বিজ্ঞপ্তি।












