সামাজিক সম্পর্কের কারণেই সমাজ পরিবর্তন

নোমান বিন খুরশীদ | রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ৫:০৮ পূর্বাহ্ণ

ম্যাকাইভার বলেছিলেন যে, সামাজিক সম্পর্কের পরিবর্তনের কারণেই সামাজিক পরিবর্তন। লুন্ডবার্গও ধরতে গেলে একই কথা বলেছেন। তার মতে, ‘সামাজিক পরিবর্তন বলতে জড় মানুষের সর্ম্পক এবং এর আচরণের মানগুলোর প্রতিষ্ঠিত নিদর্শনগুলোর কোন পরিবর্তন’। কালের বিবর্তনে সমাজ আজ অনেক পরিবর্তনের পথে। সামাজিক পরিবর্তন মূলতঃ একটি সমাজের সার্বিক ব্যবস্থার পরিবর্তন। এতে সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তির আচার-আচরণ বা সামাজিক সম্পর্কের পরিবর্তন হয়। এই পরিবর্তন আথ-সামাজিক কাঠামোর একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনকেও নির্দেশ করে। তবে সামাজিক পরিবর্তন একটি সার্বজনীন বিষয়। এটি যেকোনো সময় যেকোনো স্থানে হতে পারে। তবে কিছু সামাজিক পরিবর্তন দীর্ঘ সময়ের নানা বিবর্তনের মধ্য দিয়ে পরিবর্তন হয়। মানবসমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল। সমাজে শুরুতে যা ছিল তা অনেক কিছু এখন আর নেই। আজকের সমাজের এই পূর্ণতা সমাজের অনেক পরিবর্তন ও বিবর্তনের মাধ্যমে অর্জিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফেনীর বিলোনিয়া রেলপথ পুনরায় চালু করা হোক
পরবর্তী নিবন্ধবিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা উচিত