বঙ্গোপসাগরের ভাসানচরের অদূরে একটি লাইটারেজ জাহাজ ডুবে ১১ জন নাবিক নিখোঁজ হন। পরে নৌবাহিনী ও কোস্ট গার্ডের তৎপরতায় তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিকেল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে সজল তন্ময়-২ নামের জাহাজটি ডুবে যায়। তবে কখন ডুবেছে তাৎক্ষণিক তা জানা যায়নি। খবর পাওয়া গেছে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে। সাগর উত্তাল হওয়ায় জাহাজটি ডুবে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাসস সূত্রে জানা যায়, কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নাবিকদের ঢাকাগামী বিভিন্ন জাহাজে তুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম বলেন, লাইটারেজ জাহাজটি ভাসানচরের অদূরে ডুবে যায়। এটি কয়লাবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কোস্ট গার্ড ও নৌবাহিনীর তৎপরতায় জাহাজটিতে থাকা লোকজনকে উদ্ধার করা হয়।