খাতুনগঞ্জ-চাক্তাইয়ের জলজট সমস্যা দ্রুত সমাধান হবে

ইফতার সামগ্রী বিতরণকালে মেয়র

| শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, খাতুনগঞ্জ-চাক্তাই সারা দেশের প্রধান ব্যসসা কেন্দ্র। দেশের আমদানি কারকদের শীর্ষে তাদের স্থান। এখানকার ব্যবসায়ীদের কোনো সমস্যা হলে সারা দেশের মানুষকে সেই সমস্যা পোহাতে হয়। তাই এখানকার জলজট সমস্যাসহ যেসব সমস্যা অছে তা অগ্রাধিকার দিয়ে সামধান করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে খাতুনগঞ্জ এপ্যালো চত্বরে বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হকের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সমগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চিটাগাং চেম্বারের সাবেক পরিচালাক ছগির আহমেদ, এস এম হারুনুর রশীদ, দিপঙ্কর চৌধুরী কাজল, মীর আহমদ সওদাগর, মান্না বিশ্বাস, দোলন দাশ, প্রশান্ত ভট্টাচার্য্য, এস এম আব্বাস উদ্দীন, এমদাদুল হক রায়হান, তাপস কান্তি, আজিজুল ইসলাম আজিজ প্রমুখ। মেয়র বলেন, চটগ্রাম সারা দেশে রাজনৈতিক ও সংস্কৃতিতে অগ্রণী ভূমিকা পালন করে। বারই বৈশাখে চট্টগ্রামের লালদিঘী ময়দানকে ঘিরে বলি খেলা ও বৈশাখী মেলার ঐতিহ্য সর্বজনীনভাবে খ্যাত। বিগত দুই বছর করোনার কারণে খেলা ও মেলা অনুষ্ঠান করা সম্ভব হয় নাই। এখন পরিস্থিতি অনেক ভালো। তাই মানুষের আগ্রহ ও বিনোদনের বিষয়টি গুরুত্ব বিবেচনায় জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, জব্বারের বলী খেলা ছিল বৃটিশ বিরোধী আন্দোলনের অংশ। চট্টগ্রামের গৌরবের ও ঐতিহ্যের অংশকে কীভাবে আয়োজন করা যায় তা বিবেচনায় নেব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধফুটপাতের কিছু অংশ উন্মুক্ত রাখার অনুরোধ সুজনের